Monday, 18 April 2016

ধর্ম প্রসঙ্গে -স্বামী ব্রহ্মানন্দ

ইন্দ্রিয়ের কর্তা মনকে দমন করতে হবে | আবার মন বুদ্ধি উভয়কেই আত্মাতে লয় করতে হবে | মনকে একদম মেরে না ফেললে চলবে না | সাধুসঙ্গে ইন্দ্রিয়গুলি চুপ মেরে আছে, মনে করো না ও-গুলি আর নেই | সমাধি না হলে ওসব যায় না | একটু ছেড়ে দাও, দেখবে দ্বিগুন জোরে ইন্দ্রিয়গুলি ছোবল মারবে | সেইজন্য খুব সাবধানে থাকা প্রয়োজন, যতক্ষণ না মন-বুদ্ধির পারে যাচ্ছে |

No comments:

Post a Comment