যথার্থ ভক্তের ভাব, সাধকের ভাব হচ্ছে -- আমি জপধ্যান করে আনন্দ পাই, না করে থাকতে পারি না, তাই করি; প্রাণ জুড়োবার আর যে অন্য উপায় নেই, তাই করি; জপধ্যান যে আমার নিশ্বাস -প্রশ্বাসের মতো,না নিলে যে প্রাণে বাঁচি না, তাই করি | তিনি যে আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা | তাঁকে পেতেই হবে,যেরকম করেই হোক | না পেলে যে পাগল হয়ে যাব, প্রাণ যাবে, এ জীবনই বৃথা হবে | এরকম ব্যাকুলতা, এরকম রোক হলে তিনি কৃপা করবেনই | তিনি যে দয়াময় | তাঁকে মন:প্রাণ এক করে ডাকলে, তাঁর জন্যে সর্বস্ব ত্যাগ করলে, অনন্যশরণ হলে তিনি দেখা দেবেনই দেবেন |
No comments:
Post a Comment