শ্রীরামকৃষ্ণ - কেউ কেউ জ্ঞানচর্চা করে বলে মনে করে, আমি কি হইছি। হয়তো একটু বেদান্ত পড়েছে। কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, অর্থাৎ যদি সমাধি হয়, আর মানুষ তাঁর সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। সমাধি হলে তাঁর সঙ্গে এক হওয়া যায়। আর অহং থাকে না। কিরকম জানো? ঠিক দুপুর বেলা সূর্য ঠিক মাথার উপর উঠে। তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে, আর ছায়া নাই। ঠিক জ্ঞান হলে - সমাধিস্থ হলে - অহংরূপ ছায়া থাকে না। ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে জেনো, ‘বিদ্যার আমি’ ‘ভক্তের আমি’ ‘দাস আমি’। সে ‘অবিদ্যার আমি’ নয়। আবার জ্ঞান ভক্তি দুইটিই পথ - যে পথ দিয়ে যাও, তাঁকেই পাবে। জ্ঞানী একভাবে তাঁকে দেখে, ভক্ত আর-একভাবে তাঁকে দেখে। জ্ঞানীর ঈশ্বর তেজোময়, ভক্তের রসময়।“
dadabhai, khub subho udyog..thakur maa tor mongol korun..
ReplyDeletearo beshi kore share kor
Deletebonu aro beshi share kor
ReplyDeleteজয় রামকৃষ্ণ । প্রভু আপনাকে দিয়ে তাঁর কথা প্রচার করাচ্ছেন । আপনি ধন্য ।
ReplyDelete