Saturday, 23 April 2016

অমৃতকথা


১৷ নারদীয় ভক্তি বলতে কি বোঝায়?

নারদীয় ভক্তি মানে নিষ্কাম ভক্তি ৷ নারদীয় ভক্তি ও শুদ্ধাভক্তি একই ৷ শুদ্ধাভক্তি ও নিষ্কামভক্তি, এর মধ্যে কোন কামনা নেই  ৷ মনে রাখবে ঠাকুর যা বলেছেন --যখন শ্রীরামচন্দ্র নারদকে তাঁর কাছ থেকে বর নিতে বললেন,  নারদ তখন বলেছিলেন, 'রাম! আমার আর কি বাকি আছে? কি বর লব? তবে যদি একান্ত বর দিবে,  এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধাভক্তি থাকে,  আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই  ৷

২৷ 'এক-ভক্তি' বলতে কি বোঝায়? 

'এক-ভক্তি' মানে একের প্রতি ভক্তি, মনটা একমুখী ৷ যার একমাত্র ভগবানের দিকেই মন থাকে সে অসাধারণ ব্যক্তি ৷সাধারণ মানুষের মন নানাদিকে যায়, একবার ভগবানে গেলে দশবার বিষয় চিন্তায় যায, ভগবানের চিন্তা দৃঢ় করতে দেয় না ৷

No comments:

Post a Comment