ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন | ছিল শুধু হাড় আর চামড়া, তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ| তাঁতে ভক্তি-শ্রদ্ধা-বিশ্বাস করলেই, তাঁর নাম জপ করলেই, তাঁর লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে জেগে উঠবেন, এতটুকুও কঠোরতা করতে হবে না | কলিকাল, এখন কি লোকে সত্য-ত্রেতার মত তপস্যা করতে পারে? এখন অন্নগত প্রাণ | ঠাকুরের নাম কর|গুরু, ঈশ্বরের সাহায্য না পেলে কেউ কি আপনি বন্ধন খুলতে পারে? তাই অতি কঠোর তপস্যা করে তার ফল, যে সব ভক্তেরা আসবে, তাদের জন্য সঞ্চয় করে গেলেন |..... তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে, এখন তুমি দরজা খুললেই হয়|
No comments:
Post a Comment