যে কেবল বলে 'আমি পাপী ' 'আমি পাপী ' সেই পড়ে যায় ৷ বরং বলতে হয়, আমি তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি? বন্ধন কি?
ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই --- 'কি, আমি তাঁর নাম করেছি, আমার এখনও পাপ থাকবে! আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি?
কারুকে নিন্দা কোরো না, পোকাটিরও না ৷ নারায়ণই এই সব রূপ ধরে রয়েছেন ৷ যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনই এটাও বলবে -- 'যেন কারও নিন্দা না করি ৷'
মানুষ -- যেমন বালিশের খোল; বালিশের ওপর দেখতে কোনটা লাল, কোনটা কাল; কিন্তু সকলের ভেতর সেই একই তুলো ৷ মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কাল, কেউ সাধু, কেউ অসাধু; কিন্তু সকলের ভেতর সেই এক ঈশ্বরই বিরাজ করছেন ৷
সকলকে ভালবাসতে হয় ৷ কেউ পর নয় ৷ সর্বভূতেই সেই হরি আছেন ৷ তিনি ছাড়া কিছুই নাই ৷
No comments:
Post a Comment