Friday, 3 June 2016

আত্মাকে জান; ওঠ, জাগ; ভীত হইও না.... স্বামী বিবেকানন্দ

আমার ভয় নাই,  মৃত্যু নাই; আমার ক্ষুদা নাই,  তৃষ্ণা নাই; আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম ৷ বিশ্বপ্রকৃতির সাধ্য নাই যে, আমাকে ধ্বংস করে ৷ প্রকৃতি আমার দাস ৷
সুতরাং যখনই অন্ধকার আসিবে, তখনই নিজের স্বরূপ প্রকাশ করিও,  দেখিবে -- সকল বিরুদ্ধ শক্তি বিলীন হইয়া যাইবে ৷ বিরুদ্ধ শক্তিগুলি তো স্বপ্ন মাত্র ৷ জীবনপথের বাধাবিঘ্নগুলি পর্বত প্রমান, দুর্লঙ্ঘ ও বিষাদময় বলিয়া মনে হইলেও এগুলি মায়া ছাড়া আর কিছুই নয় ৷ ভয় করিও না,দেখিবে উহারা দূরে চলিয়া গিয়াছে ৷ বাধা চূর্ণ করিয়া ফেল, দেখিবে অদৃশ্য হইয়া গিয়াছে; পদদলিত কর, দেখিবে মরিয়া গিয়াছে ৷ ভীত হইও না ৷ বারবার বিফল হইয়াছ বলিয়া নিরাশ হইও না ৷ কাল নিরবধি, অগ্রসর হইতে থাক,বারবার তোমার শক্তি প্রকাশ করিতে থাক, আলোক  আসিবেই ৷ জগতে প্রত্যেকের কাছে সাহায্যপ্রার্থী হইতে পারি, কিন্তু তাহাতে কি ফল হইবে? কে তোমাকে সাহায্য করিবে? মৃত্যুর হাত কে এড়াইতে পারিয়াছে? কে তোমাকে মৃত্যু হইতে উদ্ধার করিবে? তোমার উদ্ধার - সাধন তোমাকেই করিতে হইবে ৷ তোমাকে সাহায্য করার সাধ্য অপর কাহারও নাই ৷ তুমি নিজেই তোমার পরম শত্রু,  আবার তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু ৷ আত্মাকে জান; ওঠ, জাগ; ভীত হইও না ৷
বাণী ও রচনা, পৃঃ ২৯৩, ২য় খণ্ড (সুবিদিত রহস্য )

No comments:

Post a Comment