যত লোক দেখি, ধর্ম ধর্ম করে -- এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে ৷ হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব -- সব পরস্পর ঝগড়া ৷ এ বুদ্ধি নাই যে, যাঁকে কৃষ্ণ বলছ, তাঁকেই শিব, তাঁকেই আদ্যাশক্তি বলা হয়; তাঁকেই যিশু, তাঁকেই আল্লা বলা হয় ৷ এক রাম তাঁর হাজার নাম ৷ এরকম মনে করা ভাল নয় যে, আমার ধর্মই ঠিক, আর অন্য সকলের ধর্ম ভুল ৷ সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায় ৷ আন্তরিক ব্যাকুলতা থাকলেই হল ৷ অনন্ত পথ -- অনন্ত মত ৷
যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে; তাই কোন ধর্ম, কোনও মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই ৷
ছাতের উপর উঠতে হলে মই, বাঁশ, সিঁড়ি ইত্যাদি নানা উপায়ে যেমন ওঠা যায়, তেমনই এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে ৷ প্রত্যেক ধর্মই এক - একটি উপায় ৷
যত মত, তত পথ ৷ যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায়, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে আসে, সেই রূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে ৷
ভগবান এক, সাধক ও ভক্তেরা ভিন্ন ভিন্ন ভাবে ও রুচি অনুসারে তাঁর উপাসনা করে থাকে ৷ যেমন গৃহস্থেরা একটা বড় মাছ বাড়িতে এলে কেউ ঝোল করে, কেউ ভাজে, কেউ তেল-হলুদে চচ্চড়ি করে, কেউ ভাতে দেয়, কেউ কেউ বা অম্বল করে খেয়ে থাকে ৷ সেই রূপ যাদের যেমন রুচি, তারা সেই রকম ভাবে ভগবানের সাধন-ভজন উপাসনা করে থাকে ৷
মহারাজ প্রথমে আপনাকে প্রণাম জানাই। আমি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃতের ওপর সর্বধর্ম সমন্বয় নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এম ফিল করছি। আপনার এই কথাগুলো আমায় খুব উপকৃত করল।
ReplyDelete