Friday, 3 June 2016

ষোড়শীপূজা


১২৭৯ সালের ২৪ জ্যৈষ্ঠ (৫ জুন, ১৮৭২) অমাবস্যা তিথিতে ফলহারিণী -কালিকাপূজার দিন ৷ আজ  শ্রীশ্রী ঠাকুরের মনে শ্রীশ্রীজগদম্বাকে তাঁহার ষোড়শী (শ্রী বিদ্যা বা ত্রিপুরা সুন্দরী ) মূর্তি তে আরাধনা করিবার সাধ হইয়াছে ৷ পূজার আয়োজন মন্দিরে না হইয়া গুপ্তভাবে তাঁহারই কক্ষে হইয়াছে ৷ দীনু পূজারী ঠাকুরের ঘরে আসিয়া আয়োজন করিতে লাগিলেন ৷ যথাস্থানে পূজাদ্রব্য সজ্জিত হইল ৷ আরাধ্যা দেবীর কোন প্রতিমা না থাকিলেও তাঁহার জন্য আলিম্পনশোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল ৷ সমস্ত আয়োজন শেষ করিয়া দীনু পূজারী চলিয়া গেলেন  ৷
ঠাকুর শ্রীমাকে পূর্বেই পূজাকালে উপস্থিত থাকিতে বলিয়া পাঠাইয়াছিলেন ৷ তিনি ঘরে আসিয়া নিবিষ্টমনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন ৷ ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন ৷ মন্ত্রোচ্চারণ সহকারে যথাবিধি পূর্বকৃত শেষ করিয়া তিনি শ্রীমাকে নির্দিষ্ট পীঠে বসিবার জন্য ইঙ্গিত করিলেন ৷ অর্ধবাহ্যদশায় আবিষ্ট শ্রীমা কেন,  কি করিতেছেন কিছুই না ভাবিয়া পশ্চিমাস্য হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন ৷ তখন মন্ত্রপূত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন ৷ তারপর মন্ত্র শ্রবন করিয়া প্রার্থনামন্ত্র উচ্চারণ করিলেন 

''হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুরাসু্ন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর; ইঁহার (শ্রীমায়ের ) শরীর মনকে পবিত্র করিয়া ইঁহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন  কর ৷''

পরে শ্রীমায়ের অঙ্গে মন্ত্রসকলের যথাবিধি বিন্যাস  করিয়া সাক্ষাৎ দেবীজ্ঞানে ষোড়শোপচারে পূজা করিয়া ভোগ নিবেদন করিলেন ৷ বাহ্যজ্ঞানশূণ্যা শ্রীমা দেখিতে দেখিতে সমাধিরাজ্যে চলিয়া গেলেন,  ঠাকুরও অর্ধবাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধিষ্ট হইলেন ৷
সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন ৷ কিছুকাল এইপ্রকারে অতীত হইবার পর মধ্যরাতের অনেক পরে ঠাকুর অর্ধবাহ্যদশায় উপনীত হইয়া দেবীকে আত্মনিবেদন করিলেন ৷ অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরতরে বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাঁহাকে প্রণাম করিলেন ---
'' মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল ৷'' শ্রীশ্রীমাতাঠাকুরানীরও দেবীমানবীত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গলমুক্ত হইল ৷ পূজাশেষে বাহ্যভূমিতে আসিবার পর মনে মনে শ্রীশ্রীঠাকুর কে প্রণাম করিয়া শ্রী শ্রী মা নহবতে ফিরিলেন ৷
Courtesy : শ্রীমা সারদা দেবী--স্বামী গম্ভীরানন্দ

No comments:

Post a Comment