ঠাকুর ছিলেন -- তিনি একটি দেখা (প্রত্যক্ষদর্শী ) লোক, তিনি সব দেখছেন, তিনি সব জানেন, তাঁর কথা বেদ - বাক্য ৷ তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে ৷
তাঁর নিজের মুখের কথা -- তাঁকে স্মরণ করলে কোন দুঃখ থাকে না ৷
যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ৷ ঠাকুরকে ডাকতে ডাকতে, কৃপা হলে, তবে প্রেম - ভক্তি হয় ৷ তাঁর নাম করবে, তাঁতে খুব বিশ্বাস রাখবে ৷ সংসারে মা - বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ৷
ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে ৷ মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন 'মা' আছেন! ঠাকুর যে বলে গেছেন, এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই ৷
ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে ৷প্রাণের কথা কেঁদে বলবে --দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ৷
ডাকতে থাক, ক্রমে হবে ৷ কত মু নি - ঋষিরা যুগ - যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস্ করে হবে? এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে ৷ ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ, তাই ৷
তোমাদের আর ভয় কি? তাঁর শরণাগত হয়ে থাকবে ৷ আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন ৷..... ঠাকুরের শরণাগত হলে সব হয় ৷
সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয়, মা ৷ উনিই (ঠাকুর ) প্রকৃতি, উনিই পুরুষ ৷
No comments:
Post a Comment