Saturday, 4 June 2016

ষোড়শী পূজা কেন?

ষোড়শী পূজা কেন? 

অন্য বহুভাবে ও বহু কথাচ্ছলে শ্রীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ঐ অভিব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শীপূজায় ৷ সে পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনা না করিয়া মায়ের দিক হইতেই বুঝিতে চেষ্টা করিব ৷ যখন ঠাকুর আর মায়ের বিবাহ হয় তখন মা নিতান্তই ক্ষুদ্র বালিকা ৷ কামারপুকুরে অবস্থানের সময় ঠাকুর মাকে দিব্যপ্রেমের আস্বাদ দিয়াছিলেন  ও কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে তাঁহাকে লৌকিক ও দেবজীবনোচিত অপূর্ব সম্পদরাশিতে ভূষিত করিয়াছিলেন ৷ অধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত জানিয়া ও যাঁহাকে ঠাকুর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন,  তাঁহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজসকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমামণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তিবিষয়ে অবহিত করিবার প্রয়োজন ছিল বলিয়াই ষোড়শীপূজার আয়োজন ৷ 

কৃতজ্ঞতা স্বীকার :-
শ্রীমা সারদা দেবী
স্বামী গম্ভীরানন্দ

No comments:

Post a Comment