Sunday, 15 May 2016

শ্রীশ্রীমায়ের জীবনের কথা



একবার শ্রীমা কলিকাতায় আসিলে তাঁহার শরীরে বসন্ত দেখা দেয় ৷ বাগবাজার স্ট্রীটের এক শীতলার পূজারীর চিকিৎসাধীন থাকেন ৷ নিত্য সে-ব্রাহ্মণ আসিত এবং নিত্য তাহার বিদায়কালে শ্রীমা গলবস্ত্রা হইয়া তাহার পদধূলি গ্রহণ করিতেন ৷ শ্রীমাকে ঐ চরিত্রহীন ব্রাহ্মণের  পদধূলি লইতে দেখিয়া আমরা বড়ই ব্যথিত হই ৷ থাকিতে না পারিয়া একদিন শ্রীমাকে ঐরূপ করিতে নিষেধও করিয়া বসি ৷ তিনি উত্তরে  বলেন : '' কি জান বাবা, হাজার হোক ব্রাহ্মণ -- ভেকের মান দেওয়াই উচিত ৷ ঠাকুর তো আর ভাঙতে আসেননি  ৷''

No comments:

Post a Comment