নাম-যশ চুলোয় যাক ৷ কাজে লাগো, সাহসী যুবকবৃন্দ, কাজে লাগো ৷.... দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোক ভোগের বাসনা ৷ আগুনে গিয়ে ঝাঁপ দাও ৷ আমার ভিতরে যে আগুন জ্বলছে, তা তোমাদের ভিতর জ্বলে উঠুক, তোমাদের মন-মুখ এক হোক -- ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে ৷ তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো -- এটাই সবসময় বিবেকানন্দের প্রার্থনা ৷
No comments:
Post a Comment