তুমি মা সারদা জ্ঞানদা বরদা সুখদা অন্নদা কল্যাণী ।
বরাভয়দাত্রী তুমি জগদ্ধাত্রী বিশ্বকর্ত্রী বিশ্বজননী ।।
মহাযোগেশ্বরী ত্রিলোকপালিকা শক্তিস্বরূপিণী সর্বার্থসাধিকা,
সর্বকালে সর্বলোক আরাধিকা মহামায়া সর্বব্যাপিনী ।।
পরমা প্রকৃতি ‘জ্যান্ত’ ভগবতী, রমেশের রমা হরের পার্বতী,
অযোধ্যায় মাগো, ছিলে সীতাসতী ব্রজে বৃষভানু-নন্দিনী ।।
নবদ্বীপধামে দেবী বিষ্ণুপ্রিয়া জয়রামবাটী এলে সারদা সাজিয়া ।
জীর্ণ চীরবাসে নিজেরে ঢাকিয়া রাজলক্ষ্মী হ’লে যোগিনী ।।
এ বাসনা মাগো, শ্রীপদসরোজে মন-ভৃঙ্গ মোর নিত্য যেন মজে,
অন্তিম সময়ে অন্তরের মাঝে দেখা যেন পাই সর্বাণি ।।
No comments:
Post a Comment