একবার বিরাজ গো মা হৃদি
কমলাসনে।
তোমার ভুবন-ভরা রূপটি একবার
দেখে লই মা নয়নে।।
তুমি অন্নপূর্ণা মা শ্মশানে
শ্যামা,
কৈলাসেতে উমা, তুমি বৈকুন্ঠে রমা,
ধর বিরিঞ্চি-শিব-বিষ্ণুরূপ
সৃজন-লয়-পালনে।।
তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারি।
স্বয়ং না বুঝালে তা কি বুঝিতে পারি।
তুমি আধা-রাধা-আধা-কৃষ্ণ
সাজিলে বৃন্দাবনে।।
তুমি জগতের মাতা, যোগিজনানুগতা অনুগতজনে
কৃপা কল্পলতা
তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে
নাও ভকতজনে।।
দুঃখ-দৈন্যহারিণী, চৈতন্যকারিণী,
অন্য কিছু চাই না বিনা চরণ দু’খানি,
আমি প্রেম-সরোজে সাজাব পদ
বাসনা মনে মনে।।
পরিব্রাজক ভিখারী সাধ মনেতে
ভারী,
মধুর হাসিমাখা মার মুখখানি হেরি,
বসে মায়ের কোলে মা মা বলে
মাতিব যোগধ্যানে।।
---- স্বামী কৃষ্ণানন্দ
Is it the actual lyrics in original order of each paragraph. Pt Ajoy Chakraborty has sung in a different order.
ReplyDeleteKindly listen to the rendition by Swami Kripakarananda of Ramakrishna Math and Mission; or the live rendition already available in Youtube, sung by the monks of the Ramakrishna order during Durga Puja, at Belur Math, some time ago.
DeleteThis is the sequence of the verses as sung in both these renditions.
Pandit Ajoy Chakraborty, has , perhaps, resorted to artistic liberty while singing this song.
Very good and right answer 🙏🙏
ReplyDeleteI heard this song sung by Kanai Das Baul. The sequence was same
ReplyDeleteHeart touching song.
ReplyDeleteThank you so much for this!
ReplyDeleteThank you for uploading this beautiful devotional song with lyrics 🙏🏻🙏🏻
ReplyDelete