Saturday, 7 April 2018

শ্রী শ্রী মা সারদা

     
শ্রীশ্রীমা

        দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রামঃ? দাদা, ওই যে বলছি ওইখানেই আমার গোঁড়ামি।.......রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বল দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও।
         মা-ঠাকরুণ কি বস্তু বুঝতে পারনি, এখনও কেহই পারে না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না।
         আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন?.....শক্তির অবমাননা সেখানে বলে। মা-ঠাকুরাণী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাঁকে অবলম্বন করে আবার সব গার্গী, মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছ কি ভায়া, ক্রমে সব বুঝবে।
                                                                                                            .......স্বামী বিবেকানন্দ


ভালবাসায় ভরা মা আমার ! তোমার সেই ভালবাসায় আমাদের মত উচ্ছ্বাস আর উগ্রতা নেই, এই জগতের ভালাবাসাও তা নয়, স্নিগ্ধ শান্তির মত তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে, লীলাচঞ্চল সোনালী আলোর আভা যেন।
                                   .......ভগিনী নিবেদিতা

                     
                                               



   

No comments:

Post a Comment