Tuesday, 5 July 2016

ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়

ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়

সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ 
যদি বা আকাশ হের বিষণ্ণ গম্ভীর, 
ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়, 
         জয় তব জেনো সুনিশ্চয় ৷
শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে,
ঢেউ পড়ে, ওঠে পুন তারি সাথে সাথে, 
আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে; 
            হও তবে ধীর, স্থির, বীর ৷
জীবনকর্তব্য-ধর্ম  বড় তিক্ত জানি,
জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল,
লক্ষ্য আজ বহুদূরে ছায়ায় মলিন ; 
তবু চল অন্ধকারে হে বীর হৃদয়, 
              সবটুকু শক্তি সাথে লয়ে ৷
কর্ম নষ্ট নাহি হবে, কোন চেষ্টা হবে না বিফল,
আশা হোক উন্মূলিত, শক্তি - অস্তমিত,
কটিদেশ হতে তব জনমিবে উত্তরপুরুষ,
ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়
      কল্যাণের নাহিক বিলয় ৷
জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে --
তবুও তাঁরাই হেথা হন কর্ণধার,
জনগন তাঁহাদের বোঝে বহু পরে; 
        চাহিও না কারো পানে,ধীরে লয়ে চল ৷
সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যাঁরা,
সাথে তব ভগবান সর্বশক্তিমান, 
আশিষ ঝরিয়া পড়ে তব শিরে-তুমি মহাপ্রাণ -
   সত্য হোক, শিব হোক সকলি তোমার ৷
 Hold on Yet a While, Brave Heart: খেতড়ি-মহারাজকে লিখিত ৷
অনুবাদ : ব্রহ্মচারী পূর্ণচৈতন্য ৷

No comments:

Post a Comment